বিজয়ের নাম
এম এ মাসুদ রানা  


বছর ঘুরে বিজয়ের মাস এলো
ধরি আজ সম্যের গান,
দেশটাকে ভালোবেসে আপন করে
রাখতে হবে বিজয়ের মান।


বাস্তবায়িত করতে হবে সবার তরে
সবার মৌলিক অধিকার
ভোগ যদি না করি সবাই এই অধিকার
লক্ষ শহীদ দিবে ধিক্কার।


আজ আবার এসেছে নতুন সময়
করবো মনবতা বিস্তার
হায়েনা যতো আছে এই দেশে
পাবে না তারা নিস্তার।


রক্তের স্রোতে প্রবাহিত হয়ে ছিলো
বিজয়ের তরে রণ ক্ষণে,
বহু ত্যাগের বিনিময়ে পেয়েছি মোর
আজ এই বিজয়ের নাম।