বিশান হবে একদিন
এম এ মাসুদ রানা


দুর্গা হলো মহাশক্তি অবতার
তাই, অনেক করে ভক্তি তার
দেখেছে অনেকে শক্তি আবার
পুজা করলে মুক্তি হবে সবার।


এপার, ওপার বাংলায়
অনেক দূর্গায় সম্ভ্রমও হারায়,
তাদের ওপরে পরেনা তাঁর ছায়া,
পরছে না কেন মহাশক্তির দয়া?


জাজকগণ কথা কথায় আশে
দুর্গায় অশুভকে করেছে নাশ
অশুরকে করছিল কঠোর দমন
হতে হয় অহিংসার আগমন।


নারীদের মনে করে অনেকে দুর্গা
যেহেতু নারী রূপে নেয় সে পূজা।
সমাজের অশুরদের উচিত বুঝা
নারীদের মাঝে মা দূর্গাকে খুঁজা।


ভারতবর্ষে হয় নারী নির্যাতন
মানে না যে, নারীরাও যে, রতন,
এই নিয়ে নারীদের মনে যাতনা
তবুও এখনো করে দুর্গার আরধনা।


তারা ভাবে হবে অশুভর বিনাশ
দূর্গায় করবে তাদের সর্বনাশ
আসবে ভারতবর্ষে শান্তির আবাশ
তাদের বিনাশ বলব সাবাস সাবাস।