বিরহের সুর
এম এ মাসুদ রানা


হাত বাড়িয়ে রাখি অন্ধকার রাতে
ঘোমটা দিয়ে ডাকা তোমার মুখ,
নিজেকে লুকিয়ে রেখে পা-ও কী সুখ?
ভুলেও যদি পড়ে মোর কথা মনে ;
খুজবে আমায় অন্ধকার ঘরের কনে।
বিরহের সুরে গাইবে স্বপ্নের গান
গানের মাঝে খুঁজে পাবে ভালবাসার মান।


বাস্তবে আবেগ নিয়ে ভুলতে চাই তোমাকে
জোনাকির মতো তারা নেভে আর জ্বলে
পাই না খুঁজে আমি তোমার সুঘ্রাণের সুর।
এই রিক্ত হাত দূ"টি হৃদয়ের কোলে
পাবো না"কি তোমায় কোন কৌশলে?
শূন্যতার হাহাকার নিয়ও তুমি আমলে।


তারার শত প্রদীপ জ্বলে আকাশের গায়
সেই পানে চেয়ে জল ঝরে হয়েছি যায় ম্লান।
মনে হয় আসবে ফিরে নুপূর পরা দু'পায়ে
অপেক্ষায় বাড়িয়ে রাখিবো রিক্ত  হাত।
প্রেম নাই, সুখ নাই গেছো তুমি উড়ে,
খুঁজি আর খুঁজি তোমায়, বিরহের সুরে।


রচনা কাল ৯/১১/২০১৯