বিষণ্ণতা
এম এ মাসুদ রানা


দিনের শেষ হয়ে,
এবার আসবে বুঝি বিষণ্নতার কাঁকড়,
রোদেলা দিনের অনেক স্মৃতিমধুর হয়ে ভাসে।
কোনটা রঙিন, কোনটা মলিন চাঁদরে মোড়ানো?
কোনটা  ছিটে-ফোঁটা নয়নের জল?
কোনটা আঁধার ভাঙা চাঁদের আলো?
মনে পড়ে, পা-দোলানো আম্র-কানন,
সত্যি, বড় বিষণ্নতা আজ চেপে ধরেছে
আমায় রেখেছে সীমাহীন অন্ধকারে।


কাঁদবার ইচ্ছেটুকু থাকলেও কাঁদতে পারি না,
সব জল শুকিয়ে গেছে সে-বেলায়।
কবে কার প্রেমের নেশায় মাতাল হয়ে
ডুব দিয়ে ছিলাম, উত্তাল সাগরে
এই তো এবার! তার সমাপ্তি ঘটেছে।


দিনের শেষে, আমি বড় একা ,
শূন্য আকাশের নিচে বসে আছি
একটি গাঙচিলের মতো মেলেছি ডানা
ক্লান্ত হয়ে ফিরলেও
বলার জোন  জায়গা নেই সে-কথা,
সবই ধোঁয়ায় সফেদ, রঙহীন ধূসর কুয়াশা
আমার পানে,আশাহীন দীপশিখা রয়েছে চেয়ে,
ক্লান্তির ঘুমে ঢলে পড়া আমার চোখের পাতায়।


রচনাকাল ১৬/১১/২০১৬