ছলনা
এম এ মাসুদ রানা


ভালোবাসা দিয়ে আবার উধাও হয়ে গেলে,
এ কেমন প্রেম  দিলে বলো আমায়।
দাও নাই  প্রেম শুধু দিয়েছিলে  ছলনা,
মন নিয়ে খেলা খেলেছ আমার।


ছলনার মায়াজালে বেঁধেছিলে আমায়,
দুঃখ বেদনা ছাড়া কি দিলে তুমি।
খেলার ছলে আমায় করেছিলে সাথী,
মন ভাঙ্গা যন্ত্রনা দিয়েছো দিবারাতি।


তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়েছি আমি
পেয়েছি অনেক লাঞ্চনা আর বঞ্চনা,
ভালবাসার উল্টো পিঠে থাকে শুধু ঘৃনা।
মমতা যদি হয় নারীদের শ্রেষ্ঠ সম্মান,
সেই তুমি সম্মানে করেছো অপমান।
ভালবাসা কাকে বলে আজও বুঝলে না,
বুঝবে সেই দিন যখন আমি থাকব না।


রচনাকাল ১৩-০৩-২০১৯