_______  করোনা ________
_____ এম এ  মাসুদ  রানা ____


'করোনা' দিয়ে যতটুকু আঘাত
মনে ভিতরে পুষি ভয়ের প্রতিঘাত।
আল্লাহ'র প্রতি এনেছি কি ইমান
যতটুকু প্রয়োজন ততটুক নয়।


মৃত্যুর ভয় এসেছে এখন মনে
স্রষ্টাকে বলছি এখন প্রতিক্ষণে।
করোনার নাম বলছে সবাই জনে জনে
মহামারী ধেয়ে এসেছে জনজীবনে।


ক্ষমা যদি না করো হে দয়াময়
আমাদের পাপ নিয়ে থাকবে সংশয়।
পারবো না পার হতে বিপদের ক্ষণ
বিপদ ধাপে ধাপে এসে করবে দহন।


মন থেকে করোনার ভয়
করতে পারি যেন মোরা জয়।
ভয় ভীতি থেকে করোনা পরাজয়।
করতে পরি যেন করোনাকে ক্ষয়।