দ্বিধা
এম এ মাসুদ রানা


কঠিন সময় হচ্ছে পার,
কিছু কথায় স্রোত ধরে রাখা।
যুক্তিক বানীতে থেতো করা হলো
কয়েকটি কঠিন কথার কথা।  


পাতায় ছিলো এক ফোঁটা বৃষ্টির জল ,
উপমা দিয়ে করছে যে, টলমল।
বিশ্বাসের মধ্যে লুকিয়া থাকা কিছু কথা,
ওজনও নেই জানা, এটাই তো বড় ব্যথা
মনের গভীরে একটু আসে তো যথাতথা
হয়তো সময়ে অসময়ে অনেক কথা।


অবলম্বন চাইছে,
মেঘের ওপর আঁকা আছে ধুসর নক্সাখানি
তোমার কথায় কথা মিলিয়ে তা জানি
প্রেষ্যে হয়েছে অনেক কথা এটাও তো মানি
হাই বলবো এখন যায়নি মনের দ্বিধা খানি।