দ্বন্দ্ব
এম এ  মাসুদ রানা


অনুরাগের খুন হয়েছে
ভালবাসা উঠেছে শৃঙ্গে,
ধর্ষিত ললনা বলে না
কথা চলমান বঙ্গে।


দ্বন্দ্ব মন্দ বাড়ে গোল
অপমান জানে শুনে
মিথ্যায় বেরে যায় সংশয়
প্রনত নেই বিনয়ে!


আস্ফালন দাম বাড়ে নাই
নিন্দা করলেও দুখ
লোভে হয় দৈত্যের নীতি
প্রশস্ত হয় মুখ!


অভিলাষীতে নেই কোন সুখ
ক্ষয় করে পিঞ্জর
ঈমানের জোর নেই আর
খুঁটিও হয়েছে নড়বড়!