দূষিত আকাশ
এম এ  মাসুদ রানা


তরা বাংলার আকাশ দেখ
উড়ছে দেখো কালো মেঘ
উন্নয়নের জোয়াড়ে ভাসে!
কথা থেকে দূর্নীতিতে আসে
কথায় কথায় কারা কাঁদে
এরই ফলে মেধা ফাঁসে।


কালো মেঘের ঘনঘটায়
চারিদিকে বইছে হাওয়া
হচ্ছে কি আর মেধার খাওয়া।
কখনো কি কভু মুক্ত হবে?
এই বাংলার আকাশ বাতাস
মেধার গলায় যে, পরেছে ফাঁস
সবাই বলে সাবাস সাবাস।


হলো নিকষ কালো রঙে
দুর্নীতিতে বাংলার আকাশ।
সবাই মিলে ঐক্য হবো,
দুর করতে নিকষ কালো
জ্বালাতে হবে মেধার আলো
উন্নয়ন সবে রাস্তায় ফেল।