ইন্দ্রজাল
এম এ মাসুদ রানা


কোন এক নিষিদ্ধ রাত
কুয়াশা মাখা অন্ধকারে কাত।
আমার পাশে একজন মায়াবী
হাতের ইশারায় করে ভিন্ন দাবী।
হাতের মুঠোয় পেষিত আমার হাত
কিছু করতে চাইলে চলে যাবে জাত।
জল স্থল অন্তরীক্ষের সকল বাস্তবতা
হারিয়ে যাচ্ছে রহস্যময় গভীরে মনের কথা!
আমার চোখ খেলা করে তার চোখে,
পদ্মার স্রোতে ভেসে আছে অজানা রোগ।
মাকরাশা অদ্ভুত দ্রুততায় বুনে চলে তার জাল,
প্রতিটা টানে টানে জ্বালাময়ীর ভালবাসা ঝাল।
হঠাৎ হানা দেয় দমকা হাওয়া,সব মুহূর্তেই ছিন্ন ভিন্ন,
কোথায় ঊরে যায় কুয়াশার চাঁদরে তন্নতন্ন।
এক স্বপ্নহীন অনশ্তিত্তের অন্তহীন ঘুম,
স্বপ্নের চাদরে চাষ করছি একাএকা পাহাড়ি জুম।
রাত্রির কোন প্রহর ঘোষণা করছে শেয়ালের দল?
চাঁদের মুখে ডানা মেলে ঊরে যায় এটাই পখিদে বল।