__________ হে মাধুরী  
******* এম এ মাসুদ রানা
হে মাধুরী
তোমাকে দেখেছি গভীর কোন রাতে
ফুল নয়, তারাও নয় এর চেয়ে বেশি
ভরেছিলে হৃদয়ে, বসেছিলে কাছাকাছি
তোমার কথায় ছিলনা কিছু মিছামিছি।


হে মাধুরী,
তোমায় দেখেছি জোৎস্না ভরা রাতের
রেখেছিলেতো হাত দুটো এই কাঁধে
ঐ কথামালা এখনো এই হৃদয়ে বাঁধে
চন্দ্র যেনো হার মেনেছিল তোমার সাঁজে।


হে মাধুরী,
তুমি যেনো শান্ত নদীর অশান্ত ঢেউ
মাঝে মাঝে দেখেছেতো কেউ না কেউ।
পাখির গানে মনের টানে
তোমাকে খুজে পাইনি নদীর ভরা বানে।


হে মাধুরী,
তুমি ছিলে অবারিত সবুজের মাঠে,
যত দেখেছি ততই অভিভূত হয়েছি।
মেটেনি এই পোড়া মনের সাধ
তাই তো দিয়েছো তোমার মনে বাঁধ।


হে মাধুরী,
তুমি ছুয়ে যাও আমায় শুধু একবার
তোমাকে পাবার তৃষ্টায় হচ্ছি যে ছারখার।
এক'বার ছুয়ে যাও তৃষ্ণাতূর হৃদয়
তুমি না এলে যন্ত্রণা করবে আমায় জয়।