ক্ষুধা
এম এ মাসুদ রানা


আজ ক্ষুধা নামক ভাইরাসের পদতলে
পৃষ্ঠ হচ্ছে হাজার হাজার মানুষ
এরই ফলে মানুষ জাতি আজ বেহুশ
জাগায় জাগায় কথা আসে কুচকুচ।
নিদারুণ নারকীয় যন্ত্রণার শিকার
সমাজে সমাজপতিদের চরম ধিক্কার
দিন দিন বাড়িতেছে ক্ষুধার বিস্তার
সমাজপতিরা করে না তা স্বীকার  
হবে না কি খোদা মোদের নিস্তার
ক্ষুধা যন্ত্রণায় মাঝেমধ্যে করি চিৎকার।
হয় না তো কোন হৃদয়ে হৃদয়ে বাদ বিচার
করে না তো কেউ মোদের সাথে সঠিক আচার।
ক্ষুধার কাতে যখন দেখি তোদের আমি খেতে
ক্ষুধার তৃষ্ণা বেশি করে আরো যে নাচে
ক্ষুধার যন্ত্রণায় এই জীবন নাহি বাঁচে
ক্ষুধার কাছে সামাজিকতা আরও থাকে।