কর্ম করো
     এম এ মাসুদ রানা


ধর্ম মেনে কর্ম করো, জীবনটাকে গড়ো
কর্ম ছাড়া ধরণী তলে, হয়নি কেহ বড়ো।
কর্ম করবে নিজের জন্য, রবে প্রতি ডোরে
কর্ম ফল আসলে পরে, গর্বে বুকটা ভরে।


কাজ করলে মজুরি পাবো, এমন নীতি মানো
মজুরি বুঝে কর্ম খোঁজে, সুখ জোড়িয়ে আনো।
ধর্মের মাঝেও কর্ম আছে, সবারই জানা আছে
কর্ম করে রোজগার করে অনেকে সুখে গেছে।


কর্ম করে খানা জোগাই, এটা সবাই জানি
অলস হয়ে বাচার কথা, কেহ নাহি মানি।
সাজাতে থাকি নিজের ভুবন ভিন্ন কর্ম করে
আশা কারো আরো এনাম বরের কাছে ধরে।


লজ্জা ছেড়ে আপন কাজে কর্মজীবী  হও,
কতই জনে তো গেয়ে গেছে কর্মজীবীর গান
তাঁদের কথার মাঝে  কর্মের ছিলো অনেক দাম
রয়েছে ওঁদের কর্মগুনে ভুবন জুড়ে অমরত্বে মান।