___________ কোথায় তুমি
********* এম এ মাসুদ রানা


                   কোথায় তুমি
ফাগুন আসার কথা শুনে ফুটে যদি ফুল
রাত আসার কথা শুনে জ্যোৎস্না যদি হাসে
জ্যোৎস্না ছাড়া আঁধার রাতে যদি কাঁদে।
কষ্ট হোক না কেন সুখ আসে ফাঁকে ফাঁকে!


                    কোথায় তুমি
সাগরের পথ ধরে নদীর স্রোতে হয় ভয়
মিলনও বাসনার তরে সব বাধা ডিঙ্গে।
নিবে না তো কিছুই কেউ  ছিনিয়ে
হয়তো সবকিছুই মন থেকে মানিয়ে।


                    কোথায় তুমি
তুমি আসো না আমার বসন্তীর শুভক্ষণে
আসো না আমার অনুভুতি জাগানো মনে।
নীল আকাশ পানে আছো অনেক দূরে
মেঘের ভেলা পাল তুলে রখেছে তোমায় মুরে।


                    কোথায় তুমি
আমার প্রতি নেই কি তোমার মনের টান,
বিঁধেনি কি তোমার মনে আমার প্রেমবাণ
এক রথীও দিলেনা এই প্রেমের মান
কথায় কথায় মার শুধু পিছু টান।


                    কোথায় তুমি
স্বপ্নের চরে তুমি স্বপ্নচারিতা হলে না।
যেমন করে কোকিল নীড় বাঁধে না।
ভালবেসে নিরবে তোমার কাছে ডাকোনা,
সবসময় ভালবাসার নামে করো বাহানা।