★★★  লকডাউন  ★★★
★ এম এ মাসুদ রানা ★


আজ চলছে লকডাউন,
কাল চলবে লকডাউন,
আই লকডাউন আই,
তুমি ছাড়া কোন উপায় নাই।


এই কারণে দেশটা গেল রসাতলে
ক্ষমতায় থাকবো ছলে বা কৌশলে।
মানবো না তোমাদের কোন দাবী
তাইতো সবাই লকডাউনে আছি।


তোমার কারণে কর্মক্ষেত্রে,
যাবার কোন রকমের উপায় নাই।
গৃহে বসে করি শুধুই হাই-হাই,
সেই কারণে হৃদয় পুরে হচ্ছে ছাই।


ক্ষুধার জ্বালায় ক্ষীণ মোরা
চলতে পারিনা জোড়া জোড়া।
অনাহারে হাই, শরীর হয়েছে অচল
সমাজপতিরা শুধুই আছে সচল।


কর্মজীবী মানুষের কর্ম নাই
পেটের জন্য লকডাউন নাহি চাই।
মসনদের জন্য তারা লকডাউন চালাই
নিয়ন্ত্রণে জন্য প্রশাসন চলে দলে দলে।


লকডাউনে হয় সমাজপতিদের লাভ
সমাজের কথা বলে মুখে মাত্র ভাব।
জনজীবন নিয়ে নেই তাদের ভাবনা।
মসনদের জন্য চালাচ্ছে তারা,
লকডাউনের জন্য জঘন্য প্রতারণা।


রচনাকাল ০৪-০৪-২০২১