_______ লকডাউন
_____ এম এ  মাসুদ রানা


কর্মব্যস্ত শহর হয়েছে আজ নিঃশব্দ
চারিদিকে বিরাজমান মরণের ভয়
এরই তরে জনজীবন তিলে তিলে ক্ষয়।


নেই কোন সোরগোল
নেই কোন গোলমাল
নেই কোন আয়োজন।


হয় না তো কেউ বেসামাল
হয় না তো কেউ মাতাল
হয় না তো আবাদ রাতে বিচরণ।


যার যার অবস্থানে লক ছাড়াই ডাউন।
বলতে পারো আমিও গৃহবন্দী
করি না আরও কারো সাথে সন্ধি।


প্রকৃতির অপরুপ দৃশ্য দেখি
ডাইরির পাতায় কবিতা লিখি
টেলিভিশনে ভিন্ন ভিন্ন ছায়াছবি।


মুহুর্তেই লাশ হচ্ছে বহু তাজা প্রাণ
বাধ্য হয়ে নিতে হচ্ছে লাশের ঘ্রাণ
হয়েছে মহাবিশ্ব আজ নিষ্প্রাণ।


দেশে দেশে দেখি শুধু মৃত্যুর মিছিল।
বিষন্ন ভগ্নহৃদয়ে তাই ভাবি সারাক্ষণ
কতক্ষণ থাকবে এই রণ।


মানুষের চিৎকারে ভৃত্য হয়ে পরেছে সবে
মৃত্যু নিয়ে দুয়ারে দুয়ারে আসবে কবে
সাবধান তো সবাইকে হতে হবে।


সবারই না'কি বাইরে বেরুনো নিষেধ
এটা হলো রাস্ট্রের আদেশ
লকডাউনে আছি এটাই বেশ।