মানবতা
এম এ  মাসুদ  রানা


ধর্ষণের বাজে কম্পন
ভেতর-বাহির সর্বত্রই।
মানবতা কোথায় তুমি?
আছো কোন গগণে?
খুঁজি তোমায় সর্বক্ষণে
যাচিও আমি জনে জনে।


ক্ষমতার দোহাই দিয়ে
করবে কত মানুষ গুম?
আর করবে কত খুন।
বিলীন হয়েছে মনাবতা
মঞ্চে বলে কথার কথা
বৃথা হয়েছে স্বাধীনতা।


মলিন হয়েছে মায়ে বদন
মায়ের কষ্ট দেখে ক'জন।
ক্ষণে ক্ষণে হারাছে স্বজন
শোকে ফলে করেনি ভজন।


মায়ের সম্মান হবে ফিরাতে
বর্বরতাকে হবে তারাতে,
অন্যায় ও দুনীতিকে হবে হারাতে
মোদের দাঁড়াতে হবে রুখে।


নষ্ট করতে হবে কালো হাত
সেই তরে ভুলে হবে জাতপাত।
আর হবে না কথার কথা
ফিরে পেতে চাই স্বাধীনতা
কারো তরে থাকবে না হীনতা
বাংলায় জাগ্রত হবে মানবতা।


রচনাকালঃ ১০/১০/২০২০