মারুফার তরে
এম এ মাসুদ রানা


সুন্দর একটি ফুটফুটে মেয়ে
আদরের ডাকি তাকে মারু।
হরদমে হাসি হাসি ভাব
দেখিনি কখনো ক্লান্তির ছাপ
কারো প্রতি নেই তার রাগ
একটু বেশি হলে বলে ওরে বাপ।
সহোযোগিতায় করাই তার স্বভাব
সহানুভূতিতে নেই কোন অভাব।
বিনোদন নিয়েই থাকে সর্বক্ষণ
কদাচিৎ বিচলিত না হয় তার মন
ডাকলেই কাছে আসে যখন তখন
মায়াবী মায়াবতী তার ভূষণ।
ডাকটি কর্ণপাত হলেই বলে কি?
বলে সবকিছু আমি জানি নাকি?
মুচকি হাসি দিয়ে বলে আসছি
আমি আবার কোথায় যাচ্ছি।
তুমি হলে বহু গুণে গুণবতী  
তুমি রূপবতী রমনীও তো বটে।
হরদমে করি প্রার্থনা বিধাতার কাছে  
অবয়বে থাকুক সুখের দড়ি।
সুখী আর সুন্দর হোক জীবন
বেদনা নাহি করতে পারে হরণ।


রচনাকালঃ ২২/০২/২০২১