মনের কথা
এম এ মাসুদ রানা


রোজ আমি ঘুরি ফির, তড়িঘড়ি
জীবনে তারনার তরে,
ক্লান্ত হয়ে বাসায় ফিরে বলি
স্বপ্নগুলি গেল মরে।


আমি ঘুরি ফির আর খুঁজি
জীবনের কঠিন মনে,
জীবন যে জীবনের কাছে বন্দী
জীবন তাতো জানে।


হেলা আবহেলায় করে কোলাহল
খুঁজি শুধু কর্মের ফল,
চারিদিকে ছুটাছুটি করে পায়না খুঁজে
পানের এক গ্লাস জল।


ক্লান্ত দেহ তার সাথে অশান্ত মন
মাথাটা করে ফন ফন,
কথার মাঝে কথা বলি শুধু আমি
ফোন বাঁজে টন টন।


অশান্ত মনের কথা সবাই বলে
শুধু যথাতথা।
সবার কাছে অনায়াসে পেয়ে থাকি
ব্যথা আর শুধু ব্যথা।


কেহ তো বুঝে না এই মনের কথা
লুকিয়ে আছে কি ব্যথা
বুঝতে চাই তো গভীরে গভীরভাবে
সময় নেই বলে শুধু কথা।


বুঝল না কেহ এই মনের কথা
করল না তো কেহ রফা
জনেজনে ঘুরে ফিরে হলাম একা
কেহই শুনল না মনের কাথা।