নিরর্থক
এম এ মাসুদ রানা


কখনোই বুঝলে না তুমি,
এই মনের কষ্ট গুলো
সুন্দর করে সাজাতে চাই
করতেছো এলোমেলো।


তাতে বিন্দু মাত্র কষ্ট নেই
আমার এই মনে
কষ্ট লাগে ঠিক তখনি আমার
যখন বলে জনে জনে।


সত্যি জমে থাকা কষ্ট গুলো
আমায় খুব কাদাঁয়
নিঝুম রাতে একা হলেই শুধু
অজান্তে মৃদু হাসায়।


একটাই আফসোস,কখনো
দেখাতে পারবো না
পিছু পিছু কারণে অকারণে
ছুটে চলা হবে না।


প্রশ্ন হলো একটাই তোমাকে
চাওয়া মানে নিরর্থক  
আর ভালোবাসেছি চিরদিন
এটাতেই আমি সার্থক।