____ অভিসারিণী
   এম এ মাসুদ রানা


তোমার অন্তঃসত্ত্বায় অন্তঃপুরে
যখনি ডাকিলাম মা
তখনি বললে ভুবনে আসবে তুমি
তা হবে না, তা হবে না।


ছুটেছিলে বিদিশায় দুষ্ট নেশায়
মিছে কিছু পাবার আশায়
চলেছিলে আপন মনে অজানা বনে
মাতাল ছিল যৌবন তৃষ্ণায়।


ক্ষণি ক্ষণের আবেগে তোমার
কয়েক মিনিটের সুখ!
তুমি কেন মা দেখতে দিলা না
আমায় ধরনীর মুখ?


এমনি করে তো আসিনি
তোমার গর্ভে আমি!
পৃথিবীতে নাকি সন্তান হয়
জীবনের থেকে দামি?


সুখের তরে কেন তুমি
আমায় গর্ভে নিলে?
সুখের শেষে আমায় কেন
কেটে ফেলে দিলে?


রোজ হাসরে আসবে তুমি
ঠিকই আমার কাছে!
কি বলবে খোদার কাছে
রেখেছো তো বেছে?


আমায় তো মরেছো তুমি
বাঁচিয়ছো আমার মান!
নয়তো সবাই বলতো আমায়
অবৈধ নাজায়েজ সন্তান!


নিষিদ্ধ সুখ পেতে তুমি
আমায় গর্ভে নিলে!
কলঙ্ক থেকে বাঁচতে তুমি
ডাস্টবিনে ছুড়ে দিলে।


তোমার মাতো করনি ওগো'মা
তোমার সাথে অবিচার এমন?
তুমি তাঁর কাছে অমূল্য রতন
সয়ে ছিলো যন্ত্রণা কেমন?


তেমার সাথে করতো যদি
তোমার মাও এমন!
বুঝতে ওগো'মা  তুমি সেদিন
মৃত্যু যন্ত্রণা কেমন!