********** প্রেমানন্দ
--------- এম এ মাসুদ রানা


হাসির মাঝে ভালবাসা খুজে পাই
পেয়ে সবকিছুই তো ভুলে যাই,
এই তো থামানোর যন্ত্র নাই।
বেসুরা সুরে শুধু গায় আর গায়
এরই মাঝে ভালবাসার ঘ্রাণ পাই।


কত যে কথা, কত যে ভাষা
মনের মাঝে বাঁধে যে, বাসা,
স্বপ্নের তুলিতে স্বপ্ন সাঁজায়
তারই মাঝে প্রেমের নীড় বাঁধা
সবই প্রেমের সুরে প্রেমমাল গাথা।


কুয়াশা ঢাকা এই সকাল সাঁঝে
স্বপ্নের কথাগুলো হৃদয়ে বাজে,
স্বপ্ননে ঘুরে আসি স্বপ্নের দেশ
দূরে নিরালাতে বসবো বেশ
কথার মাঝে চলবো কথার পেচ
এই কথার হবে না শেষ।


কিনে দিবো তোরে পুঁতির মালা
পড়িয়ে দিবো তোকে যতনে গলে,
পড়িয়ে নিবে তুই মান্দার ছলে
মোর বুকে প্রেম জ্বালা জ্বলে বলে
তাই তো প্রেমানন্দ নিয়েছি কোলে।