প্রিয় বাংলাদেশ
এম এ মাসুদ রানা


এতো স্নিগ্ধ নদী কাহার
এমন ধূম্র পাহাড়,
কোথায় এমন হরিৎ ক্ষেত্র
সবুজ ফসলের বাহার।


বাসতা ধানের ক্ষেতে ঢেউ
খেয়ে দোল খায়,
সবুজ শস্যে প্রতিনিয়ত
ভিন্ন রং আসে যায়।


সেই হলো স্বাধীন বাংলা লক্ষ
শহীদের রক্ত মাখা,
সে যে আমার প্রিয় জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।