প্রতিশোধ
           এম এ মাসুদ রানা


তুমি আমার ক্ষত স্থানে গাচুলি দিয়ে যাও
এটাতে তুমি অনেক সুখ পাও।
ভেবেছো এই স্বভাবে পাবে না জবাব
এতে তো হয় আমার অনেক আজাব
তখনি মনে আনন্দে বলো শাবাশ শাবাশ।


নীল গগনে সূর্যটাও তো থাকে ফাঁকা
কেউ করতে পারে না তার সাথে দেখা।
দেখতে চাইলেও হবে এটা শুধুই বৃথা
যেমন সবাই জানে নিম ফল তিতা।


তুমি আমায় নিয়ে যাও অজানা কোন আকাশে
ফিরিয়ে দাও ফিরে আসার ঠিকানা দাও না শেষে,
আমি পথহারা হয়ে, নিরাশ হয় না অবশেষে,
ফিরে আসতে চেষ্টা করি অজানা পথ দেখে দেখে
তখনি আনন্দে আত্মহারা হয়ে উঠো নেচে নেচে।


তুমি আমায় ক্ষত স্থান বিক্ষত করে যাবে,
তোমায় আমি ছেড়ে দিবো সহজে কিভাবে,
আমিও প্রতিশোধ নিবো কোন এক সময়ে,
ভেবো না নিরব আছি, শুধু তোমার ভয়ে।
আমিও নিবো প্রতিশোধ চরম প্রতিশোধ
আমার থাকবে না তখন কোন হিতাহিত বোধ
শত চেষ্টা করেও করতে পারবে না প্রতিরোধ।