রক্তদান
এম এ মাসুদ রানা


মানুষে মানুষে হচ্ছে  বাঁচার লড়াই,
কেহ নাহি গাই মানবতার গান।
চারিদিকে ঝরছে রক্ত করছে চিৎকার
সবাই জানে সবার রক্তের একই আকার।
রক্তদানে আমাদের হয় কত্তো ভয়!
হবে কি কখনো সত্যিকারের মানবতার জয়?
এসো সবাই গাই মানবতার জয়গান
চলো সবাই আমরা করি স্বেচ্ছায় রক্তদান।
রক্তের অভাবে হারায় না যেন কোন প্রাণ
সবার মাঝে থাকুক ভালোবাসা অফুরান।
রক্তে নেই কোন জাত-পাত, ধর্ম কিংবা বর্ণ
এই কথাটি আমাদের জীবন হোক অর্থপূর্ণ।
আমরা সবাই এসে যদি করি রক্তদান
তাহলেই তো বাড়বে এই জাতির মান।
রক্তদানে ফিরে পেতে পারে কেউ প্রাণ
রক্তদানের দিতে পারবে না কোন প্রতিদান
রক্ত দিলে হয় কি কখনো কোন ক্ষতি?
কেন রক্তদানের থাকে অনেক ভয়-ভীতি?
যদি মানুষের মত মানুষ হতে চাও
তবে তুমি সেচ্ছায় রক্ত দাও৷