স্বাধীনতা
মোঃ-মাসুদ রানা


স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার  কমল বদন খানি।


স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্তে
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।


স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল  নথি।


স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।


স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।


স্বাধীনতা তুমি  দেখো না কোন
অপরাধ এই বাংলার প্রাণ?
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।


স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয়  হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমায়
আগলেবো জীবন দিয়ে।


রচনাকাল ২৬/০৩/২০১৮