স্বার্থ
এম এ মাসুদ রানা


আপন মানুষ  চিনেছে যে জন
জয় করেছে সে সবার মন,
আপন করার স্বাদ পেয়েছে সে জন
শুদ্ধ মনে যে করেছে সাধন  ভজন।


হৃদয়ে যার দারর করেছে বন্ধ
চোখ থাকিতে তাকে বলে সবে অন্ধ,
দেখতে হবে না সয়  দরদীর দ্বার
স্বারের হিংসা আপনা হতে করতে হবে দূর।


স্বার্থ লোক হয় গো লোভী
লোভীরে কি আর  সাধনে মানায়?
সাধন আর ভজন জানে ক"জন
কেবল জানে কতক সাধক আর স্বজন।


লোভ লালোসা দূরে রাখে
থাকবে তাঁরই সবার মাঝে।
তাঁরেই আপন করে দেখা যাবে
অনুনয়ে দুই চক্ষু বুজে সবে সয়।