শ্রেষ্ঠ আদর্শ
এম এ  মাসুদ রানা


মোর নবীজি চাইতো যদি
হতো সোনার পাহাড়,
সেই নবীজি অনেক সময়
করেনি কোন অনাহার।


নিজের ভোগে চায় নি কিছু
চাইতো সবার তরে,
সেই নবীজির আদর্শ ভাই
রাখনা বুকে ধরে।


যাঁর জীবনটা কাটলো কেঁদে-
উম্মতী উম্মতী করতে
তাঁহার আদর্শ করলে ধারন
শয়তান নাহি পারবে ধরতে।


মোদের নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী
শ্রেষ্ঠ ছিলো দু'জাহান,
নবীর সুপারিশ ছাড়া শেষ দিবসে
পাবে না কেউ পরিত্রাণ।