সবুজ সেনা
========
জিল্লুর


ভাংতে  গেলাম লোহার তালা,
সামনে অনেক বাঁধা।
বাঁধা ডিঙিয়ে  ভাঙ্গি   তালা ;
সামনে দেখি কাঁদা-
কাঁদা ডিঙিয়ে সামনে যেতেই ;
চোরা বালির দল,
পা জোড়া মোর টেনে ধরে !
বলছে নিচে চল।
বাঁচাও-বাঁচাও হাঁক তুলি কই!
সবুজ সেনার দল ;
হাত জোড়া মোর টেনে ধরো-
হাতের সাথে হাত মিলালে-
জাগবে বুকে বল।
সবুজ সেনা কোথায় তোরা?
কোন সখিদের দলে।
আমায় নিলো চোরাবালি;
সমাজ গেলো তলে।