শৈশব
মাসুদ রানা


দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াতাম ঝরা ফুল ও ফল  
কখনো একলা কখনো দল বেধে।
হারায় না সেই কথা আর গান,
সবই আছে, সবই থাকনে
কোন কিছুই যায় না ভোলা।
ভুলে আছি যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে  বসিয়ে রক্তে
আমায় দিচ্ছে যে দোলা।