----------- স্বপ্ন অয়ন ------------
       এম এ মাসুদ রানা


ভুলে ভুলে শুরু হয়েছে জীবন
ভুলে ভুলে হবে হয়তো মরণ,
ভুলের মাঝেও করি তোমায় স্বরণ
কাজের মঝেও থাকে না কোন ধরন।


ভুল দিয়ে জীবন হলো সবে শুরু,
ভুলে ভুলে তো মন করে দুরুদুরু।
আমার কল্পনার মাঝে আছে কল্পনা
এটা নিয়ে করি কত্তো সব জল্পনা,
মনের মাঝে আছে আঁকা কত আল্পনা
মনে যে, স্বপ্ন বুনেছি এটাও অল্প না।


তোর মনের মাঝে আসেনি কোন ভাবনা
আমায় নিয়ে করোনি কোন সাধনা
মনের মাঝে বাঁধানি কোন রকম বসনা
আমারে মনের মাঝে একটুও রাখো না।


আমার করুন ক্ষণে হয় না তোর যাতনা,
তাই তো কোন প্রহরেও তুমি আসো না,
কেমন আছিস! তুমি এটও তো যাচো না,
আমায় নিয়ে তুমি কখনো কিছুই ভাবনা?
তোমার ভাবনাতে আমার কিছু নেই
দ্যাখো না তো তুমি আমায় কাছ থেকেই।


বলি তোরে অতি যতনে,
আমারে যদি না করো স্বরণ
বুঝে নিয়ও তখনি হবে আমার মরণ
দেখবে আমার আত্মা বিধাতা করেছে হরণ।
করো না তখনো মন নিয়ে ছলনা
ছলনার মিষ্টি কথা কখনো বলনা।


আমারও তো মন আছে, আমারও তো মন
ব্যথা পেলে সেও তো ভাসাবে নয়ন,
ভাল আর মন্দে করতে পরে তো চয়ন
ভুলের মাঝে আঁকতে পারে তো স্বপ্ন অয়ন।