স্বপ্নহীন জীবন
এম এ মাসুদ রানা


স্বপ্নহীন মানুষের কোন
বর্ণ থাকে না,
কোন কিছু করার মতো
সামর্থ্য থাকে না,
কিছু চাওয়া ও পাওয়ার
বাসনা থাকে না,
কোথাও যাওয়ার ইচ্ছা
শক্তি থাকে না,
কিছু দেওয়ার মতো  
কিছুই থাকে না,
পাওয়ার তেমন কিছু
অভিলাষ থাকে না,
কোন কষ্ট লাঘবের কোন
ক্ষমতা থাকে না,
কোন স্বপ্ন পূরণের
ইচ্ছা থাকে না ।


রচনাকালঃ ২৭/০৭/২০১৭