স্বর্গসুখী
---------
             জিল্লুর
( আমার প্রাণ প্রিয় বাবা)
বাবা
প্রিয় বাবা-
স্বর্গের  যোগ্য  প্রার্থী,
স্বর্গের নিপুণ  চাবি নিয়ে,
সুখের বাহুদলে করছো কোলাকুলি
হয়েছো  বিধাতার  পায়ের  ছন্দ  নুপুর।
তাইতো আমরা সন্ধ্যা দুপুরে ক্লান্ত সুদুরে,
জীবন যুদ্ধে পান্জা করেও স্বরণ করছি তোরে।
তুমি অজানা দেশে অজানা গ্রীরিপ্রান্তর ভেদ করে
মিথ্যার বুঁকে রেখেছো পা স্বর্গের বুঁক ধরেছো চেঁপে।
তুমি সত্যি মহান,তোমার জাগতিক কর্মগানে মোরা মহিয়ান,
জাগতিক তুমি রেখেছো নির্দশন সমৃদ্ধি সম্পদ।
তোমারি অনুসরন, অনুকরন মোদের নির্দেশক,
দিয়ে গেছো তুমি প্রীতিভরা আর্শিবাদ সম্পদ।
হারাবো না কভু তার বিন্দু কণা,
তোমার চিরন্তন পুঁজিসস্ভার।
তার হাত ধরে মোরা -
মোদের পথে রবো-
বিজয় উল্লাসে-
মহাসুখে-
কাংখিত -
বাবা।।