সুখের তরে
এম এ মাসুদ রানা


ধর্ম ও কর্মরে জীবনের মাঝে
প্রতিষ্ঠিত করি জীবন সাজে
অগ্রসর হই নিজ নিজ কাজে।


নাহি করি তাতে কোন লাজ
চেতনা থাকে একদিন জাগ,


দীর্ঘ নিদ্রা তার পরে,
সে তো আনে শুধু ঘন অবসাদ
জীবনে ঢালে অনন্ত বিষাদ।


দেও তারে দূর করে
থাকো না তখন দূরে সরে
জীবন থেকে সুখ পরবে ঝড়ে
অবসাদের তরে বস এবার নড়ে।


রচনাকালঃ ০৭/০৭/২০১৬