সুপ্রভাত
এম এ মাসুদ রানা


তুমি যখন আকাশ নীলে
কমলা রঙের মেঘ রাঙালে‚
আমি ছিলাম ঘুমের দেশে
মেঘের বারি আমার গালে।


স্পর্শ করে বললে সুরে-
ভোর যে হলো এবার উঠো‚
ঘুমন্ত চোখ বুজিয়ে পাতা বলি‚
কোথায় ভোরের আলো?


তুমি তখন আকাশ নীলে-
স্বর্ণচাঁপার রঙ ভরালে‚
কোন মমতায় চোখের থেকে-
অলসতার মেঘ সরালে?