শিক্ষক ও শিক্ষা
এম এ মাসুদ রানা


শিক্ষক মাষ্টার ছোট একটি শব্দ
করে না কারো সাথে গর্ব।
সমাজটাকে সাজাতেব হয়েছে ব্যস্ত
শিক্ষার্থীকে শিক্ষা দিতে বুদ্ধি রটায় কত্ত।


বাবা-মা' জন্ম দিলো ,শিক্ষক দিলো শিক্ষা,
সঠিক পথে চলতে উপদেশে ছিল না অপেক্ষা।
ভাল আর মন্দে, দুঃখ আর আনন্দে
মন্দ কথা নাহি বলে, ভাল হতে বলে ছন্দে।
শিক্ষাগুরুর সম্মান , কেউ করে না আসম্মান
যায় যদি যাক তাদের প্রাণ।


সময়ের সারাক্ষণ,পড়াতে চায় তোনা মন
ঘুরতে মন চাই যখন তখন।
কটুক্তি আর কটু কথা বলে কত্ত যথাতথা
তাঁদের কথায় পায় না কখনো ব্যথা।
রাগে পরে পরে স্নেহ ভালোবাসায় দেয় স্থান
আমায় ভালো করতে তাঁর বিভিন্ন কথাও ছড়ান।
সমাজের প্রিয়জন ,তোমরাই সুধীজন
তোমাদের কাছে ছুটে যেতে চাই যখন তখন।
সেই কথা মনে আসলে আবেগে ফেটে পরে মন।