তোমাকে অনেক বেশি ভালবাসি
       এম এ মাসুদ রানা


অনেক বেশি ভালোবাসি তোমাকে
বনলতা নাকি আমার সরলতা?
কতটুকু বুঝবে নিশিত অন্ধকারে
ক্লান্ত জীবনানন্দ হয় তো শান্ত!
তারও বেশি দেখেছি তোমায়
জোছনার আলোকিত রজনীতে আমি।


বিভোর ছিলাম তোমার সুগন্ধী চুলে!
দু লাইন পদ্যের ছলে, সে তছ্নছ করে দিলে
ভেবোনা, আমি তো আছি তোমার কাছাকাছি।
জোনাকির রঙ্গে ঝিলমিল পান্ডুলিপিতে
নতুন কবিতা জন্ম নিবে তো আবার।
চোখ-মুখ থেকে মুছে যাবে বিদিশার নেশা,
পদ্ম পাপড়ি চোখে তাকাবে আমায় ভালোবেসে।
কোনো এক বর্ষা মেঘ ডাকা পূর্নিমার রাতে,
তুমি থাকবে শুধু আমার অতি কাছে।
অবারিত জোছনার আলোয় ভালোবাসাবাসি,
হাজার বছর ধরে হাটবো, দূর্গম পথ পাশাপাশি
তোমাকে অনেক বেশি ভালবাসি।


রচনাকালঃ ১৫/০৯/২০২০