****** তোমার  প্রতিক্ষায় ছিলাম
_________ এম এ মাসুদ  রানা


নয়নের দৃষ্টিতে যে,
করেছিল অবাধ বিচরন,
যার ভাবনায় ছিলাম সারাক্ষণ
জাগেতো মনের ভিতরে শিহরন।


সেতো তুমি স্বপ্নে স্বপ্নের জাগণ
নিত্য দিনে প্রতিক্ষাকে করেছো হরণ।
একবার দেখা হবে, একবার কথা হবে
তুমি আসবে, তুমি কাছে বসবে
পথে দাড়িয়ে থাকবে,
অল্প অল্প কল্পনাতে কথা বলবে।


দেখার নেশায় কাটবে মনের বিভোর
তুমিতো ছিলে ভাল লাগা মন পাখি
মনের মাঝে পোষা শংঙ্খ চিল।
উড়ে গিয়ে থাকো কোন অন্য এক বিলে
হঠাৎ করে হারিয়ে যাও আকাশের নীলে।


চলে যাবে যদি, তবে চলে যাও,
বাসনার আঙ্গিনা ছেড়ে চলে যাও।
অন্য আর কারো সাজানো ভূবনে,
পারব না দেখতে, পারবো না সইতে
তোমার এই চলে যাওয়া।


কেন যে, হলো না তোমাকে পাওয়া
চলে যাবে বলে ছেড়েছি নাওয়া, খাওয়া।
এতে যদি হয় মরন, তবে হোক অবেলায়
মরন হবে তো,  বড্ডো একটা খেলায়
থাকবো না আর, তোমার জন্য নিরালায়।