তোরা চুপ থাক
এম এ মাসুদ রানা


তোদেরকে বলছি,
আমি তোদেরকেই বলছি!
তোরা কিছুই দেখো নাই,
তোরা কিছুই শুনো নাই,
তোরা কিছুই জানো নাই।


তোরা করছো কেন বাহাদুরি?
তোরা করছো কেন বাড়াবাড়ি?
তোরা করছো কেন মাতামাতি?
তোরা করছো কেন কাড়াকাড়ি?
তোরা করছো কেন নাচানাচি?


তোদের ভাবনাতে কি আসে যায়?
তোদের  মরনের কি ভয় নাই?
তোদের বাঁচবার কি স্বাদ নাই?
তোদের জীবনের কি মায়া নাই?


দেশ চলবে মোদের কথায় তোদের কি আসে য়ায়?
তোরা পড়তে গেছো, পড়তে থাকো এটাই তোদের কাজ।
দেশের ভাবনা, ভাবার মতো তোমাদের দরকার নাই।
দেশের ভাবনা, ভাবতে ভাবতে এসেছো মৃত্যু কাছাকাছি
মৃত্যুকে ভয় না করে, দেশের জন্য ধরেছো জীবনবাজি,
জীবন নিয়ে করছো কেন এতো মাতামাতি?


দেশকে নিয়ে ভাবো যে, তোরা
ভাবনা ভেবে পাবে কি এমন ফল?
দেশের জন্য পরছে কেন তোদের চোখে জল?
অকাল মৃত্যুই হবে, তোদের কর্মের ফল।
শাসক সমাজ আজ মানে নাতো কোন দাবি
তোদের লাশ দেখে ওরা করতেছে হাসাহাসি
তোদের লাশ দেখে বলো, আমরা কেমন করে বাঁচি
এর চেয়ে এই ভালো আমরা সবাই চুপ হয়ে থাকি।


রচনা কাল ২০/১০/২০২০ইং