তৃপ্তির অভাব
এম এ মাসুদ রানা


প্রিয়োসী সবার সবেই তো আছে,
আমার আছে বলো কি?
বুকের মাঝে দূঃখের আগুন জ্বলছে দিবানিশি
সেই আগুনে পুরছি অহর্নিশি।


মেঘলা আকাশে মেঘের পাশে সোনালী রোদ হাসে।
ঝিলিমিলি আলো এই পৃথিবীতে আসে
আমার দূঃখে আধারে নেই সুখের ঝিকিমিকি।


চাঁদের আলোয় রাতের কালো মুছে দেয় যেমন;
আমার আধার মুছে দিতে পারো নাকি তেমন?
হৃদয়হীনা হলে তুমি কেমনে বলো বাঁচি!
বৃষ্টি ঝরার পরে নীল আকাশে রংধনু আসে
তেমনি করে আসতে পারো না কি তুমি?


সবাই সবে নিয়ে আছে কতো সুখে
সবে কিছু তুমি জানো না কী?
তোমার জেনে এমন কিছু করার থাকাবে কী?
সবার সবে তো আছে আমার আছে কী?


রচনাকাল ২৮/১০/২০১৮