তুই বালিকা
এম এ মাসুদ রানা


বালিকাটি দেখিতেছে প্রাকৃতিক রুপ
আকাশে ছিলো তখন অনেক ধুপ,
বৃষ্টি আসিবে বলে প্রকৃতি হয়েছে চুপ
মেঘ দেখিয়া গৃহস্থালির সব কিছুই চুপ।


বালিকাটি দেখিতেছে বর্ষণের মেঘ
মাঝে মাঝে বলিতেছে তুইও চেয়ে দেখ।
ঘুড়িটা উড়িতেছে না আগে মত বেশ
গগনে থাকিবার আশা হয়েছে তাহার শেষ।


পাখিটা খিদের জ্বালায় করিতেছে চুঁই চুঁই
তখনি শুনিলাম আয় কাছে আয় তুই তুই।


বালিকাটি দেখিতেছে বৃষ্টি ভেজা পাখি
দেখিতে দেখিতে হইয়াছে সজল আঁখি।
পাখিগুলোকে আনন্দ দিয়াছে ফাঁকি
বালিকাটির কপলে নেই আর হাসি
তাহার হৃদয়ে বাজে করুণ সুরে বাঁশি।