তুমিও কাঁদবে একদিন
এম এ মাসুদ রানা


তুমিও একদিন অঝরে কাঁদবে
আমার মত শূন্য বুকে নিয়ে,
নয়নের ঝরা জল শুকাবে না
আসবে না কেউ মুছে দিতে।


অন্ধকার গলির মাঝে একলা
চারপাশ ভরে থাকবে কাল ছায়া
ডাকবে না তোমায় আলোর পথে
পথের খোঁজে মন হবে দিশেহারা।


আমার মত করে অপবাদে
মিথ্যে অপরাধে অপরাধী হয়ে
বোবা ব্যাথায় কাঁদবে তখন
স্মরনে পড়বে আমায় বারে বার
তখনি খোঁজার চেষ্টা করবে বুহুবার
এই আপরাধে থেকে পাবে না পার।


আমি হারিয়ে গেছি হারানোর পথে
দূর এক অচেনা গগনের মাঝে
কতশত জীবন নদীর কূল ঘেসে।
ফুটবে না নতুন বসন্ত প্রভাত
তোমার মরে যাওয়া হৃদয় পানে।


রচনাকাল ০৫/১১/২০১৯