উপহার
এম এ মাসুদ রানা


কেন তুমি বারে বার আসো?
কেন তুমি বারে বার ডাকো?
কেন তুমি বারে বার হাসো?
কেন তুমি বারে বার অভিমান করো?


জানি না তো এতে তোর কি লাভ?
জানি না তো এটা তোর কোন প্রতিবাদ?
জানি তো এটাতে আমার কি ক্ষতি ও লাভ?
জানি নাতো তোর কেন এতো নিরব প্রতিবাদ?


আমি বলি শুনো তুমি,
কেন কিছু বলনা তুমি?
তোর তো কিছু না কিছু বলার আছে,
বলতে চেয়েও কেন এতো লুকোচুরি?
যা বলার তা বলতে হবেই।
কোন করো, দ্বিধা আর দণ্ড।


আরো বলি, শুনে নিও তুমি,
আসা যাওয়া কি ভাবনা
কেউ নিরুদ্দেশে যাবে না।
যার কামনা বাসনা বারে বার,
আমি নেব তোমার উপহার।


রচনাকাল ১৭/০৩/২০১৯