ভাগাভাগি
এম এ মাসুদ রানা


মোর অর্থে বাজেট করো
সংসদে হয় ভাগ,
ভাগাভাগিতে কমতি হলে
করি তোরা রাগ।


জনগণের অর্থ ঠকিয়ে নিয়ে
হয়েছো তোরা শক্তিধর,
এই বলতেই হইছো বেজার
বলিস মর পাবলি মর,
তোর ভাগ্যের চাকা হবে লরচর
বলো সবাই মিলে ধর।


দেশের বোঝা বইছে পাবলিক
করছে তাঁরা কান্নাকাটি,
বলিস তোরা, করিস তোরা অনিয়ম
আয়েশে চলে হাটাহাটি।
মুখোস পরা জনদরদী হয়ে বলিস,
দেশের তরে জীবন বাজি।


তোরা হলে ভণ্ড নেতা
মোগো বলিস কংস মামা।
মামার সাথে বাজি নিয়ে
সোনার বাংলা হল তামাতামা।


তোদের যুগল চরণে পরি
মোর পাওনা মোরে দে
তোদের কর্মফলে যা পাবে
সেটাই তোরা নে।


সবিনয়ে বলি তোদের শুনো
বেহিসাবি করিস না ভাগাভাগি,
ক্ষধার তরে কাতর মোরা
করি না তবুও রাগারাগি।



রচনাকাল ১৮/০৯/২০১৮