________ ভালবাসায় সাড়া দাও
_________ এম এ মাসুদ রানা


আমি বলি অনন্ত বিরহ, কখনো দহন কাল
সবার জীবনে বুনতে চাই জাল!
আমার শূন্য দৃষ্টি এক সমুদ্র নোনা জলে ভাসে
এক রূপকথার গল্প বলে নীববে কাঁদে।


হে প্রিয়তমা!
তোমার মনোকাশটা আমায় দেবে শুনি?
দিলে কি ক্ষতি হবে এটাও একটু জানি?
না দিলেও ক্ষতি নেই আমার।
আমার এই জীবন শুধুই বিরান ভূমি
উপযাচক হয়ে করতে এসো না খুশি।
মুঠো ভরে একমুঠো দিয়ো গো আশ্বাস
তৃষ্ণাত্তুর হৃদয়ে সেটাই করবো বিশ্বাস।


সেই আশ্বাসে পাই যেন অতীতের ফেলে আশা বিশ্বাস
হলুদ পাতার সবুজ দৃষ্টিতে নিবো নিঃশ্বাস।
নতুন চরে উড়ে আসা সাদা বকের সারি
সাদা কাশফুল হাওয়াতে করবে নড়ানড়ি।


আমার একটা সমুদ্র চাই
যেখানে আশ্বাসের ভালবাসা নাই।
দু'এক ফোঁটা বৃষ্টিতে, একটা সমুদ্র ভিজে
সমুদ্রের সাথে পাল্লা দিয়ে কেউ কি জিতে?
সবাই ছুটে আসে, তার গায়ে কিছু জলে ভিজে নিতে।


আকাশ জুড়ে যখন কালো মেঘের ঘনঘটা করে
তার ভয়ে কি সমুদ্র কখনো কি নড়ে?
সময়ের বিবর্তনে অন্ধকারে ঢাকা শুকতারা,
আবার সূর্য ডোবার পর একই স্থানে ধ্রুবতারা,
কেউ উদয় হয় না, তাদের নিজেস্ব স্থান ছাড়া
তুমিও দাও, আমার ভালবাসায় সাড়া।