এই নীড় হারানো সন্ধ্যা,
উদাস মন মেঘলা আকাশ,
গোধূলির বিষণ্ণতা,
কাকপক্ষীর হা-হুতাশ ডাক,
কখনো তো আপন ছিলো না?


আয়নার মুখোমুখি মুখপানে,
বিশুদ্ধ প্রকৃতির সন্ধানে,
কালো চোখেরপর্দার ভিড়ে,
রঙিন চশমার ফ্রেমে,
তবে কেন মুখ লুকিয়ে মিষ্টি হাসো?


বিধাতার কলমে কালি ছিলো না,
নিয়তির অঢেল হাসিতামাশা দূর্দশা,
ভাগ্যের নির্মম পরিহাস,
পিতার ইচ্ছে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ,
ফোন নাম্বারটা নেওয়া দরকার ছিলো?


অরুচির ভ্রুণ কি জন্ম নিয়েছে?
অবিশ্বাসের বীজ রোপিত?
কাশফুল কি ধুতুরা হয়ে গেল?
ছোঁয়াচে রোগে ভুগতে দেখিনি।
তবে কেন বসন্ত চৈত্র হয়ে দাগা দিল প্রাণে ?


কানের বিষ হৃদয়কে নীল করে তোলে।
অশ্রুপাত বিরহে আকৃষ্ট করে তোলে।
বিড়ির ছাইপাঁশ ঔষধ।
নেশার গন্ধ ঝাড়ফুঁক।
প্রতিচ্ছবি, আমার মৃত্যু।