আমি চাই না,
লুকিয়ে থাকা গুপ্তধন
হীরা মানিক  মুক্তা
সোনার আংটি।


আমি চাই না,
সাত সমুদ্র তের নদী
ফসল ভরা শত জমি
সোনার কাঠি।


আমি চাই না,
রক্তজবা বেলি ফুল
নীল খাম চিরকুট
খোলা ডায়েরি।


আমি চাই না,
শিউলি তলে ডিঙি নায়ে
পুতুল প্রিয়া পালকি বধূ
লাল শাড়ি।


আমি চাই না,
খোলা জানালা শীতল বাতাস
ভোরের পাখি আকাশের নীলিমা
রজনীগন্ধার সুভাষ।


আমি চাই না,
দক্ষিণা বারান্দা দমকা হাওয়া
এলোমেলো চুল অগোছালো সাজগোজ
আগমনী আভাস।


আমি চাই না,
মধ্য রাতে জোৎস্না ডাকে
ডাহুক পাখি স্বপ্ন দেখে
প্রেম নিরন্তর।


আমি চাই না,
খিলখিল হাসে নুপুর বাজে
পায়ে আলতা চুড়ির শব্দ
বহুরূপী অন্তর।


আমি চাই,
সাদামাটা চোখ শ্যাম বর্ণ
লাজুক লজ্জাবতী ঘোমটায় লুকানো
একটি নারী।


আমি চাই,
লাল টিপে আয়না দেখা
পলক পরলে লুকিয়ে থাকা
একটি পরী।


আমি চাই,
মেনমেন করে শত চাওয়া
লুকিয়ে দেখে আঁচল কামড়ানো
একটা প্রজাপতি।


আমি চাই,
সাজ সকালে কোরআন পড়ে
প্রতি ওয়াক্তে নামাজে ডাকে
একটা প্রেমপ্রীতি।


(চলবে....)