সে থাকে অনেক দূরে,
তবুও সে বড্ড কাছে।
সে কথা বলে দূরালাপনে,
তবুও সে চোখে ভাসে।


সে হাসে আয়নায় দাড়িয়ে,
তবুও সে লজ্জায় লুকিয়ে।
সে গাঁথে খোঁপায় বেলীফুলে,
তবুও সে থাকে তাকিয়ে।


সে মাখে আলতা সুগন্ধি,
তবুও সে বিষাদে কাঁধে।
সে থাকে সাজুগুজু হয়ে,
তবুও সে খবরে রাঁধে।


সে থাকে দরজার পিছনে,
তবুও সে মুচকি হাসে।
সে বাজায় ঝুমকো চুড়ি,
তবুও সে ক্ষনে কাশে।