কতোটা দুর্বিষহ!
কতোটা তুচ্ছ এ জীবনটা!
কতটুকু সময়ের ব্যবধান।
কতটুকু কষ্টের আর্তনাদ!
আদরে গুছিয়ে রাখা শরীরটা এভাবে বলিদান হয় যায়!
ভাবা যায়না।
একদম ভাবা যায়না।
মনে করতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে বারবার!


আব্বা, এনামুল পুইড়া মইরা গেছে।


পূর্ণিমার রাতে চারদিকে আর্তচিৎকার, শুধুই পোড়া গন্ধ।


গর্ভবতী স্ত্রী নামতে পারেননি।
তাই স্বামীও নামেননি


চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন প্রতিদিনের মতো। চারটি মাথার পোড়া খুলি পড়ে আছে!


বাবার কাছে সন্তান বিরিয়ানি খেতে চেয়েছে।
বাবা বিরিয়ানি নিয়ে ফিরে এসে এখনো পাননি সন্তানকে।


জমজ সন্তানদের বয়স ১ বছরের মতো। মর্গে বাবাকে খুঁজতেছে!


দুই ভাইয়ের জড়াজড়ি করা লাশ আলাদা করা যাচ্ছেনা।
আলাদা করার পর তাদের বুকে জড়িয়ে ধরা শিশুর লাশ।
শিশুকে বাচাঁনোর শেষ চেষ্টা করছিলেন দুই ভাই।


ছেলে নর্থসাউথ এ পড়ে।
সন্তানের লাশ চাচ্ছে তার মা।
একটু মাংসের দলা হলেও চলবে।
তিনি শেষবার বুকে জড়িয়ে ধরবেন।


মৃত ভাইয়ের লাশ শনাক্ত করে বাবাকে ফোন দিয়েছে।