স্বপ্নের সিঁড়িগুলা গিয়েছে ভেঙে,
কেউ কি পারবে ফিরে এনে দিতে?
সত্য কথা বলার সাহস আছে ঠিকই,
মিষ্টিমুখটা আজ হয়েছে তিতে।


কান্নার সূরগুলো উড়ে উড়ে বেড়ায়,
বুয়েটের ঘাসগুলো পাহারা দেয়।
যেই ঘাসে মিছে আছে ওজুর পানি,
জায়নামাজে ছিলো যার আজানের ধ্বনি।


কুরআনের সূরাহগুলো এখনো যে ঠোঁটে,
পাঁচ ওয়াক্ত নামাজে এখনো বেজে ওঠে।
মায়ে কাঁদে হাউমাউ বাবা কাঁদে তোর তরে,
শত-শত আবরার এভাবেই যাচ্ছে মরে।


থেমে গেছে কলম থেমে গেছে চিন্তা,
চারদিকে আজ শুধু ডুবে ভাসে নিন্দা।
বিক্ষোভ মিছিলে প্রতিবাদ প্রতিকার
চারদিকে হৈচৈ আবরার আবরার।


বিচার প্রক্রিয়াধীন চলছে চলবেই
আবার কোন আবরার এপথে আসবেই।
সেইদিন না-হয় আবার করবো কান্নাকাটি,
বাংলাদেশতো নয় বিবেকহীনতার ঘাঁটি।


পরিচিত মুখগুলোয় বড়সড় ব্যবধান,
ধ্বংসিত মানুষের মানবিক টান।
ছোটখাটো বিষয়গুলো হয়েগেছে পাপ,
আবরার আবরার করে দিস মাফ।